রাজ্যের চিকিৎসকদের কর্মবিরতি কাণ্ডে এবার প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের নাম করে ভাইরাল হল একটি অডিও টেপ। যদিও ওই অডিও বার্তায় যে গলা শোনা গিয়েছে, সেটি তাঁর নয় বলেই দাবি করেছেন ভারতী ঘোষ। প্রাক্তন ওই পুলিশ কর্তার অভিযোগ, তাঁর গলা নকল করে ওই টেপ ছড়িয়ে দিয়েছে তৃণমূল। সিআই়ডি এবং লালবাজারে অভিযোগও দায়ের করেছেন তিনি।
যে অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে ফোনে এক মহিলা কণ্ঠকে আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে বেশ কিছু নির্দেশ দিতে শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গেই কিছু মন্তব্য সেখানে করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার সময় ওই গলা ভারতীদেবীর বলে দাবি করা হয়। যদিও এটিকে তাঁর বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত বলেই অভিযোগ করেছেন ভারতী ঘোষ।