শাহরুখ খানের জন্মদিন উদযাপনে গরম গরম খিচুরি, আলুর দম, মাছ ভাজা আর চাটনি দিয়ে ভুঁড়িভোজ! হ্যাঁ, কেক কাটা অবশ্যই ছিল। কিন্তু আসল আকর্ষণ ছিল পাত পেরে খিচুরি খাওয়া। বলিউড বাদশার জন্মদিনের এমনই অভিনব সেলিব্রেশনের সাক্ষী থাকল বাঁকুড়া শহর। বাঁকুড়ার এসআরকে ফ্যানস ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত পাঁচ- ছ' বছর ধরে শাহরুখের জন্মদিন পালন করে আসছে এই ফ্যানস ক্লাবের সদস্যরা। কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়, কেক কেটে সেলিব্রেশনের পাশাপাশি গরিব মানুষকে দুপুরে খাওয়ানো হবে।
সেই মতো এ দিন সকাল থেকেই শাহরুখ খানের চুয়ান্নতম জন্মদিন পালনের প্রস্তুতি শুরু হয়ে যায়। বাঁকুড়ার চণ্ডীদাস চিত্র মন্দির প্রেক্ষাগৃহের সামনে বেলুন, রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। সেখানেই সকাল থেকে চলে রান্নার আয়োজন। কেক কাটার পরে দুপুরেই সেখানেই চলে জমিয়ে খাওয়া দাওয়া। এমন সেলিব্রেশন দেখলে হয়তো খুশি হতেন বলিউড বাদশাও!