'আর নয় অন্যায়' এই বলেই প্রতিবাদ চলল বিজেপির। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রতিবাদ যশোর রোডে হল বাইক ব়্যালি। সেখানে হাবড়া ও গোবরডাঙার বিজেপি কর্মী-সমর্থকেরা ছাড়াও উপস্থিত ছিলেন অনেকেই। বারাসাত জেলার সভাপতি শংকর চ্যাটার্জি ও বিজেপি নেতা রিতেশ তিওয়ারিও উপস্থিত ছিলেন সেখানে। বারাসাত যুব মোর্চার পক্ষ থেকে হাবড়া বিধানসভার চোংদা মোড় থেকে বুধবার বেলা ১ টা নাগাদ শুরু হয় এই ব়্যালি। পরে এই ব়্যালি গিয়ে শেষ হয় হাবড়ার বাণীপুর চৌমাথায়।