আসানসোলে ভোট প্রচারে অগ্নিমিত্রা পল। বিজেপি প্রার্থী জিটি রোড এলাকায় প্রচার করেন। সেখানে কথা বলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে। পাশাপাশি তাঁর অভিযোগ টিএমসি তাঁকে প্রচারে বাধা দিচ্ছে
উপনির্বাচনের প্রচারে অগ্নিমিত্রা পল। ভোট প্রচারে তিনি আসনসোলের জিটি রোড এলাকায় প্রচার করেন। এদিন ভোট প্রচারে অগ্নিমিত্রা পল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন। তিনি বলেন এখানে একতরফাভাবে প্রচার করছে ঘাসফুল শিবির। বিজেপিকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। ভোট প্রচারে অগ্নিমিত্রা পল বলেন যেখানে তৃণমূলে ৭০টি হোডিং রয়েছে, সেখানে বিজেপির জন্য বরাদ্দ মাত্র ১২টি। এটাই বৈষম্যের সবথেকে বড় উদাহরণ। তারপরেই তিনি বলেন প্রচারে বেরিয়ে তাঁর কাছে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস বাড়ির মেয়েকেই চায়। আসানসোলে তৃণমূলের তুরুপের তাস বিহারী বাবু শত্রিঘ্ন সিনহা। সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে অগ্নিমিত্রা পলের মন্তব্য নিয়েও জলঘোলা হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তবে সেই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি অগ্নিমিত্রা। বিজেপির প্রথম সারির নেত্রীদের মধ্যে তিনি একজন। আসনসোল তাঁর জন্মস্থান। তাই বিজেপি তাঁরে তুরুপের তাস করেছে বলেও গেরুয়া শিবিরে গুঞ্জন। বাবুল সুপ্রিয় ছেডে যাওয়া আসন নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি।