বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের অধিকাংশ পঞ্চায়েতের আসন দখল করেছিল রাজ্যের শাসক দল। কিন্তু সেখানেও থাবা বসালো বিজেপি। বীরভূমে অনুব্রত মণ্ডলকে চাপে ফেলে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ডাবুক গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে নিল বিজেপি। এ দিন প্রধান, উপপ্রধান মিলিয়ে ওই গ্রাম পঞ্চায়েতটির মোট পাঁচজন সদস্য এ দিন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন। যার ফলে পঞ্চায়েতটি শাসক দলের হাতছাড়া হল বলেই দাবি বিজেপি নেতাদের।
ডাবুক পঞ্চায়েতের মোট ১৩ আসনের মধ্যে দুটো ছিল বিজেপি-র দখলে। লোকসভা নির্বাচনের পরে আরও এক সদস্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে যান। এর পর আজ প্রধান কল্যাণী গোস্বামী-সহ মোট পাঁচজন তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসেন। যার ফলে অনুব্রতর বীরভূমেই ফের নিজেদের ক্ষমতা জাহির করল বিজেপি। এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।