'রিসর্ট পলিটিক্স' নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের। রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় চলছে ভোট গ্রহন। অভিষেক বলেন, বিজেপি এখন ভীত-সন্ত্রস্ত। 'গায়ের জোরে বিধায়কদের আটকে রেখেছে'। 'রিসর্ট পলিটিক্স' তারা বাংলায় এনেছে'। 'এদের বিধায়করাও এদের সাথে নেই'। 'ফল বেরলেই বুঝতে পারবেন'। এদিকে শুভেন্দু অধিকারিকে আক্রমণ কুণাল ঘোষের। 'নির্লজ্জ বেহায়া' বললেন কুনাল ঘোষ। কুনাল বলেন, বিজেপির জুতো পালিশ করতে গেছে এখন। 'হোটেল পলিটিক্স'-এর প্রয়োজন নেই বাংলায়, বললেন শোভনদেব চট্টোপাধ্যায়।
'রিসর্ট পলিটিক্স' নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের। রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় চলছে ভোট গ্রহন। অভিষেক বলেন, বিজেপি এখন ভীত-সন্ত্রস্ত। 'গায়ের জোরে বিধায়কদের আটকে রেখেছে'। 'রিসর্ট পলিটিক্স' তারা বাংলায় এনেছে'। 'এদের বিধায়করাও এদের সাথে নেই'। 'ফল বেরলেই বুঝতে পারবেন'। এদিকে শুভেন্দু অধিকারিকে আক্রমণ কুনাল ঘোষে। 'নির্লজ্জ বেহায়া' বললেন কুণাল ঘোষ। কুণাল বলেন, বিজেপির জুতো পালিশ করতে গেছে এখন। 'হোটেল পলিটিক্স'এর প্রয়োজন নেই বাংলায়, বললেন শোভনদেব চট্টোপাধ্যায়।