নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় আগেই বিজেপি-র রাজ্য সভাপতির রোষের মুখে পড়েছিলেন বিদ্বজ্জনরা। এবার দলের রাজ্য সভাপতির পথ অনুসরণ করেই বিদ্বজ্জনদের কুরুচিকর আক্রমণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ রবিবার বলেন, 'নাগরিকত্ব আইনের বিরোধিতা করা বুদ্ধিজীবীরা নিজেদের বুদ্ধিজীবী বলেন, কিন্তু তাঁরা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকুর।' তাঁর প্রশ্ন, এই বুদ্ধিজীবীরাই কেন কামদুনি, পার্ক স্ট্রিটের ঘটনার সময় চুপ করে ছিলেন? সৌমিত্রর দাবি, কলকাতার কয়েকজন হাতেগোনা বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গের মুখ হতে পারেন না। তাঁদের 'ন্যাকাজীবী' বলেও কটাক্ষ করেন বিজেপি সাংসদ।
রবিবার উত্তর চব্বিশ পরগণার বসিরহাটে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল এবং সভায় যোগ দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই এই বিদ্বজ্জনদের এমন কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি। তবে শুধু বিদ্বজ্জনরাই নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অশালীন ভাষায় আক্রমণ করেন সৌমিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রীকে 'কালনাগিনী' এবং 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেন তিনি। সৌমিত্র খাঁয়ের সঙ্গেই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও বিদ্বজ্জনদের অশালীন আক্রমণ করেন। তিনি বলেন, 'বুদ্ধিজীবীরা উচ্ছিষ্টভোগী, কিছু ভাত ছড়িয়ে দিলেই কুড়িয়ে খায় ওরা'। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।