দুর্গাপুজো নয়, বরং জগদ্ধাত্রী পুজোর জাঁকজমকই বেশি চন্দনগরে। রাজ্যের অন্য জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় একদিনই। কিন্তু চন্দননগরে পুজো চারদিন। স্রেফ বিশাল বা সুসজ্জিত মণ্ডপই নয়, চন্দননগরের আলোকসজ্জাও চন্দনগরের জগদ্ধাত্রীর পুজোর বড় আকর্ষণ। বলা ভালো, অলোকসজ্জাই এখানকার পুজোর বৈশিষ্ট্য। শহরের বারোয়ারি পুজোর সংখ্যা কম নয়। আবার অনেক বাড়িতেও জগদ্ধাত্রী পুজো হয়। শুক্রবার রাতে চন্দননগরের সবচেয়ে পুরানো লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি আদি বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগও। ফিতে কেটে পুজোর উদ্বোধন করার পর, আদি বিগ্রহের পায়ে মালা দেন দিলীপ ঘোষ। অংশ নেন বস্ত্র বিতরণ অনুষ্ঠানেও।