উপনির্বাচনকে ঘিরে সোমবার তেতে উঠেছিল নদিয়ার করিমপুরে। পিপুলখোলায় আক্রান্ত হন খোদ বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। কিল-চড়-ঘুসি বাদ যায়নি কিছুই। শেষপর্যন্ত লাথি মেরে জয়প্রকাশকে ফেলে দেওয়া হয় রাস্তা পাশে ঝোপে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়া শহরের মাচানতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্ম-সমর্থকরা। উঠল তৃণমূল বিরোধী স্লোগানও। করিমপুরে বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। দলের প্রার্থীর উপর হামলার ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগে আঙুল তুলেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, করিমপুরে হারবে বুঝেই বিজেপি প্রার্থীর উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।