চোখের নিমেশে ভেঙে পড়ল সেতু। রেহাই মিলল না পাকা দোকান ঘরেরও। ঘটনাস্থল পশ্চিম মোদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের চলসুলতানপুর। এখানকার পলাইপাই খালে সোমাবর দুপুরে ভেঙে পড়ে সেতুটি। এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। দিন কয়েক আগেই পলাইপাই খালের পাড়ে ভাঙন দেখা দিয়েছিল। খালের পাড় বরাবর বেশকিছু জমি ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে। স্থানীয়দের দাবি এরপরেও টনক নড়েনি প্রশাসনের। এলাকাবাসীর অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে খালটি সংস্কার করার ফলেই বারবার এই ধরণের ঘটনা ঘটছে। তবে এদিন সেতু ভেঙে পড়ার সময় সেখানে কেউ না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দুর্ঘটনার পর এলাকায় যান সেচ দফতর ও প্রশাসনের আধিকারিকরা।
চোখের নিমেশে ভেঙে পড়ল সেতু। রেহাই মিলল না পাকা দোকান ঘরেরও। ঘটনাস্থল পশ্চিম মোদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের চলসুলতানপুর। এখানকার পলাইপাই খালে সোমাবর দুপুরে ভেঙে পড়ে সেতুটি। এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। দিন কয়েক আগেই পলাইপাই খালের পাড়ে ভাঙন দেখা দিয়েছিল। খালের পাড় বরাবর বেশকিছু জমি ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে। স্থানীয়দের দাবি এরপরেও টনক নড়েনি প্রশাসনের। এলাকাবাসীর অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে খালটি সংস্কার করার ফলেই বারবার এই ধরণের ঘটনা ঘটছে। তবে এদিন সেতু ভেঙে পড়ার সময় সেখানে কেউ না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দুর্ঘটনার পর এলাকায় যান সেচ দফতর ও প্রশাসনের আধিকারিকরা।