চৈতন্য ধাম নবদ্বীপ তৈরি মা দুর্গা পারি দিচ্ছেন লন্ডনের পথে। সাত ইঞ্চির এই প্রতিমাটি তৈরি করেছেন নবদ্বীপ আলোছায়া নিমতলায় মৃৎশিল্পী প্রভাত পাল। প্রায় কুড়ি বাইশ দিন লেগেছে প্রতিমাটি তৈরি করতে। কয়েকদিন পর বাক্সবন্দী হয়ে প্রতিমাটি রওনা দেবে লন্ডনের পথে। তার তৈরি প্রতিমাটি এই প্রথম বিদেশে পাড়ি দিচ্ছে তাই খুবই খুশি শিল্পী। তিনি জানিয়েছেন, করোনা আবহে এবছর বড় প্রতিমার চাহিদা তেমন নেই। চাহিদা বেশিরভাগই রয়েছে ছোট প্রতিমার। শুধু ইংল্যান্ড নয়, তার তৈরি প্রতিমা মুম্বাই, বৃন্দাবন, বর্ধমান থেকে শুরু করে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। অন্যান্য বছর তিনি আসাম গিয়ে প্রতিমা তৈরি করেন। প্রায় ৩৫ বছর ধরে তিনি এই কাজই করছেন। তবে এবার করোনার জন্য নবদ্বীপেই আটকে পড়েছেন প্রভাস বাবু। বংশপরম্পরায় ধরে প্রতিমা তৈরির কাজই করে আসছেন নবদ্বীপের মৃৎশিল্পী প্রভাত পাল। তবে এবার চৈতন্যধাম থেকে মা যাচ্ছেন বিদেশে। আর সেই কারণেই খুশি তিনি।