বাঁকুড়ার তালডাংরার একটি সভায় গিয়ে বিজেপিকে নিয়ে একাধিক মন্তব্য করলেন বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে কচি খোকা বলে উল্লেখ করে এদিন কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, কচি খোকা নাকি আমাকে বুড়ো বলেছে। আগে দিলীপ ঘোষ কল্যাণ বন্দ্যোপাধায়কে বুড়ো বলেছিলেন এবার তারই জবাব দিলেন তিনি। সেই সঙ্গেই 'রাজ্যপাল বিজেপির গুন্ডা', এ কথাও বলতে শোনা গেল তাঁকে।