নদিয়ার চাপড়ার মা ও দুই বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে দুজনকে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মমতাজ মন্ডল (২৮) মণ্ডল ও তাঁর দু'বছরের শিশু কন্যা মুসকান মণ্ডল(২)। মৃতের স্বামী নাজমুল মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তারা। মৃতার পরিবার সূত্রে খবর, ঘটনার দিন সকালে প্রতিবেশীর বাড়িতে গয়না দেখাতে গিয়েছিল সে, তার পরে আর ফেরেনি। খবর নিতে গেলে তাঁরা জানায় অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছে মমতাজ। পরে সন্ধ্যা নাগাদ পুলিশকে জানালে পুলিশ তল্লাশি শুরু করে, কিন্তু সেই সময় কোনও খোঁজ মেলেনি তাঁদের। শুক্রবার সকালে ওই প্রতিবেশী ইসমাইল মণ্ডলের বাড়িতে তাঁদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। উত্তেজিত জনতা ইসমাইল মন্ডল এর বাড়িতে ভাঙচুর চালায়।