ক্ষমা চাইনি, কোনওদিন চাইবও না। বাবুল সুপ্রিয়র চুল টেনে থাকলেও তা করেছেন আত্মরক্ষার স্বার্থে। ঘটনার প্রায় চার দিন পর প্রকাশ্যে এসে এমনই দাবি করলেন যাদবপুরে বাবুল সুপ্রিয়র নিগ্রহে মূল অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন বল্লভ। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, যা করেছেন তাতে তিনি অনুতপ্ত নন। উল্টে দেবাঞ্জনের অভিযোগ, ঘটনার দিন বাবুল সুপ্রিয়ই প্রথমে বিক্ষোভকারীদের অশ্রাব্য গালিগালাজ করেন এবং বলপ্রয়োগ করেন। ফলে তিনি যা করেছেন সেটা আত্মরক্ষার্থেই করেছেন। ভবিষ্যতেও এমন অপ্রিয় প্রশ্ন তিনি তুলবেন বলে জানিয়ে দিয়েছেন ইউএসডিএফ-এর সদস্য দেবাঞ্জন। বিজেপি-র আইটি সেল তাঁর নামে ভুয়ো ভিডিও এবং পোস্ট সোশ্যালযাদবপুরে গত ১৯ সেপ্টেম্বর নিগৃহীত হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুলের চুল টানার অভিযোগ ওঠে সংস্কৃত কলেজের ছাত্র দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন দেবাঞ্জন। তবে তিনি বাবুলের চুল টেনেছিলেন কি না, তা স্পষ্ট করেননি বাবুলকে নিগ্রহে অভিযুক্ত ওই ছাত্র।
ঘটনার পর ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য বাবুলের কাছে আবেদন করেছিলেন দেবাঞ্জনের ক্যান্সার আক্রান্ত মাষ এ দিন অবশ্য ওই ছাত্র অভিযোগ করেছেন, তাঁর মায়ের অসুস্থতা নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাঁর বাড়িতেও এবিভিপি-র বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন দেবাঞ্জন বল্লভ।