পুলিশের এস আই পরীক্ষায় বাংলা জানা এবং পশ্চিমবঙ্গের ছেলেদের চাকরির দাবি বাংলা পক্ষ ডেপুটেশন দিল সল্টলেকে আরক্ষা ভবনের সামনে
আজ সকালে বাংলা পক্ষর কর্মীরা জমায়েত করেন আরক্ষা ভবন এর সামনে | পুলিশের এস আই নিয়োগে বাংলা পেপার বাধ্যতামূলক করার দাবি রাখেন তারা | উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও অনান্য সদস্যরা | তাদের তরফ থেকে দাবি জানানো হয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে | গর্গ চট্টোপাধ্যায় জানান অন্যান্য রাজ্যে সেই রাজ্যের ভাষা জানা বাধ্যতামূলক রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা নেই | পশ্চিমবঙ্গে পুলিশে এসআই পদে নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করার দাবিতেই বাংলা পক্ষ এদিনের কর্মসূচি জানান গর্গ