বিদেশি গরু বিদেশি বউ দুই খারাপ, কাকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ

ফের বিতর্কে দিলীপ ঘোষ। এবার বিদেশি গুরুর সঙ্গে বিদেশি বউয়ের তুলনা করে শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির সাংসদের দাবি, বিদেশ থেকে বউ আনার ফলেই দেশের সংস্কৃতি বিপন্ন হচ্ছে। বর্ধমানে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির সভায় দিলীপ বলেন,যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাঁরা বিদেশি জিনিসপত্রের সঙ্গে ইংরেজি বউও পছন্দ করেন। ফর্সা ফর্সা বউ অনেক নেতা বিয়ে করে এনেছেন। তারাই এসে দেশের নেতাদের খারাপ করেছেন।

ফের বিতর্কে দিলীপ ঘোষ। এবার বিদেশি গুরুর সঙ্গে বিদেশি বউয়ের তুলনা করে শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির সাংসদের দাবি, বিদেশ থেকে বউ আনার ফলেই দেশের সংস্কৃতি বিপন্ন হচ্ছে। বর্ধমানে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির সভায় দিলীপ বলেন,যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাঁরা বিদেশি জিনিসপত্রের সঙ্গে ইংরেজি বউও পছন্দ করেন। ফর্সা ফর্সা বউ অনেক নেতা বিয়ে করে এনেছেন। তারাই এসে দেশের নেতাদের খারাপ করেছেন। অনেক নেতাকেই তারপর জেলে যেতে হয়েছে। তাই আমাদের সংস্কৃতি সমাজ, পরম্পরাকে বিকৃত করবেন না। স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এহেন কথায় চটতে বাধ্য অনেকেই। এরমধ্যে অবশ্যই সবার উপরে থাকবে কংগ্রেসের নাম। কারণ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিয়ে করেছিলেন বিদেশিনী সোনিয়াকে। পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের ব্যাটন যায় এই বিদেশিনীর হাতেই।    

04:25Suvendu Adhikari News: কোলাঘাটে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বললেন শুভেন্দু02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার02:28নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!03:13Suvendu Adhikari : সেদিন আমি ওদের বুকের উপর দাঁড়িয়ে আরতি করে এসেছি': শুভেন্দু03:16মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন04:28Canning News : সত্যিই একটা জিনিস বটে! সোনার গহনা চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরপাড়ে! গ্রেপ্তার তরুণী পরিচারিকা05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন