ফের বিতর্কে দিলীপ ঘোষ। এবার বিদেশি গুরুর সঙ্গে বিদেশি বউয়ের তুলনা করে শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির সাংসদের দাবি, বিদেশ থেকে বউ আনার ফলেই দেশের সংস্কৃতি বিপন্ন হচ্ছে। বর্ধমানে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির সভায় দিলীপ বলেন,যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাঁরা বিদেশি জিনিসপত্রের সঙ্গে ইংরেজি বউও পছন্দ করেন। ফর্সা ফর্সা বউ অনেক নেতা বিয়ে করে এনেছেন। তারাই এসে দেশের নেতাদের খারাপ করেছেন।
ফের বিতর্কে দিলীপ ঘোষ। এবার বিদেশি গুরুর সঙ্গে বিদেশি বউয়ের তুলনা করে শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির সাংসদের দাবি, বিদেশ থেকে বউ আনার ফলেই দেশের সংস্কৃতি বিপন্ন হচ্ছে। বর্ধমানে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির সভায় দিলীপ বলেন,যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাঁরা বিদেশি জিনিসপত্রের সঙ্গে ইংরেজি বউও পছন্দ করেন। ফর্সা ফর্সা বউ অনেক নেতা বিয়ে করে এনেছেন। তারাই এসে দেশের নেতাদের খারাপ করেছেন। অনেক নেতাকেই তারপর জেলে যেতে হয়েছে। তাই আমাদের সংস্কৃতি সমাজ, পরম্পরাকে বিকৃত করবেন না। স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এহেন কথায় চটতে বাধ্য অনেকেই। এরমধ্যে অবশ্যই সবার উপরে থাকবে কংগ্রেসের নাম। কারণ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিয়ে করেছিলেন বিদেশিনী সোনিয়াকে। পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের ব্যাটন যায় এই বিদেশিনীর হাতেই।