রাজ্যে বিধানসভা উপ নির্বাচন নিয়ে এবার তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক পুজোর উদ্বোধনে দিলীপ বলেন, রাজ্যে জেতার জন্য নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। যারা লোকসভা নির্বাচনে আগে প্রার্থী ঘোষণা করেছিল, তাঁদের কী অবস্থা হয়েছে তা সবাই জানে।
রাজ্যে বিধানসভা উপ নির্বাচন নিয়ে এবার তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক পুজোর উদ্বোধনে দিলীপ বলেন, রাজ্যে জেতার জন্য নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। যারা লোকসভা নির্বাচনে আগে প্রার্থী ঘোষণা করেছিল, তাঁদের কী অবস্থা হয়েছে তা সবাই জানে। রাজ্য রাজনীতির সাম্প্রতিক অতীত বলছে, লোকসভা নির্বাচনে আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল। শেষবেলায় প্রার্থী দেয় বিজেপি। ফলপ্রকাশের পর দেখা যায়, রাজ্য রাজনীতিতে ২ থেকে ১৮ আসন পেয়ে যায় গেরুয়া দল। এদিন যা নিয়ে তৃণমূলকে খোঁচা দিলেন দিলীপ।