পাড়ার মধ্য়েই নির্মীয়মাণ আবাসন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হল এক কিশোরী। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হাবড়ার জয়গাছি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ. দীর্ঘদিন ধরেই নির্মীয়মাণ ওই আবাসনের মধ্যে রাতের অন্ধকারে ছেলেমেয়েরা এসে নানারকম অসামাজিক কাজে লিপ্ত হয়। শুক্রবার সন্ধ্যায় আওয়াজ পেয়ে আবাসনের মধ্যে ঢুকে ওই কিশোরীকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী। অতিরিক্ত মদ্যপানের জেরেই কিশোরী প্রায় অসুস্থ হয়ে পড়েছিল বলে অভিযোগ এলাকাবাসীর।
অভিযোগ, স্থানীয় বাসিন্দারা বার বার ওই বাড়িটির প্রমোটারের কাছে অভিযোগ জানালেও বহিরাগতদের আনাগোণা বন্ধ হয়নি। শুক্রবার সন্ধ্যাতেও ওই কিশোরীর সঙ্গে আরও বেশ কিছু ছেলে এবং মেয়েও সেখানে ছিল বলে অভিযোগ। কিন্তু কিশোরী অচৈতন্য হয়ে পড়তেই তাকে ফেলে পালায় তারা। এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করার দাবিতে এ দিন সকালে হাবড়া থানায় ডেপুটেশন দেন স্থানীয় বাসিন্দারা।