মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচীর কাজ। পশ্চিমবঙ্গ সরকার যাতে মানুষের দরজায় এসে সরকারি পরিষেবা দিতে পারে সেই জন্যই এই কর্মসূচী। শুক্রবার বনগাঁতে দুয়ারে সরকার কর্মসূচীর বার্তা দিতে মানুষের দুয়ারে দুয়ারে পৌছিয়ে যেতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। বনগাঁ পৌরসভার গান্ধী পল্লী এলাকা দিয়ে এই প্রচার শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন উঃ ২৪ পরগনার জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী। এছাড়াও ছিলেন বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক শংকর আঢ্য, বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। দেবরাজ চক্রবর্তী সেখানে জানান, স্বাস্থ্যসাথীর বার্তা নিয়ে মানুষকে সচেতন করতে আজ আমরা মানুষের দরজায় এসেছি।