চিরাচরিত রীতি মেনে দেবী দুর্গার আবাহন, শারদোৎসবের সূচনা মল্লভূমে

  • মল্লভূমে দেবী দুর্গার আবাহন
  • চিরাচরিত রীতি মেনে হল তোপধ্বনি
  • মন্দিরে প্রবেশ করলেন মহালক্ষ্মী
  • শারদোৎসব শুরু বাঁকুড়ার বিষ্ণুপুরে 

করোনা আতঙ্কের মাঝে ঐতিহ্যের সঙ্গে আপস নয়। চিরাচরিত রীতি মেনে শুক্রবার তোপধ্বনি সহযোগে মন্দির প্রবেশ করলেন মহালক্ষ্মী। বড় ঠাকুরানী রূপে। শারদোৎসবের সূচনা হল বাঁকুড়া বিষ্ণুপুরে, মল্ল রাজ পরিবারে।

এক হাজার বছর!  সে বড় কম সময় নয়। বাঁকুড়ার প্রাচীন শহর বিষ্ণুপুরের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে মল্লরাজাদের ইতিহাস। কথিত আছে, ৯৯৭ খ্রীষ্টাব্দে বিষ্ণুপুরের জঙ্গলে শিকার করতে আসেন মল্ল বংশের ১৯তম রাজা জগৎ মল্ল। জঙ্গলে দেবী মৃন্ময়ীর দর্শন পান তিনি।  এরপর সেখানে মন্দির নির্মাণ করে দেবী মৃন্ময়ীকে পুজো করতে শুরু করেন দুর্গারূপে। সেই শুরু। আজও প্রাচীন রীতি মেনে দুর্গাপুজো হয় মল্লভূমিতে।  প্রতিবছর যেমন হয়, এবার তেমনি জিতাষ্টমীর পরের দিন নবমাদি কল্পারম্ভের মাধ্যমে শুরু হয়ে গেল পুজো।


 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা