বনধ ঘিরে উত্তপ্ত গোটা দেশ। জেলায় জেলায় চলছে বাম-কংগ্রেসের বনধ। একই ছবি দেখা গেল নদিয়ার একাধিক জায়গায়। রাস্তা অবরোধ করে চলছে সেখানে ধর্মঘট। যার জেরে যানজটের পরিস্থিতি তৈরি হয় সেখানে। লাল পতাকায় ছেয়ে গিয়েছে সেখানকার গোটা রাস্তা। রাস্তার আটকে চলছে বাম প্রার্থীদের ভাষণ। সব মিলিয়ে উত্তপ্ত গোটা দেশ মেদিনীপুর শহরের একাধিক জায়গায় চলছে বন্ধ। অন্যদিকে সকাল থেকেই মেদিনীপুর শহরের রাস্তার ওপর কালেক্টরেট মোড়ে সরকারি বাস আটকে দীর্ঘক্ষণ ধরে ক্রিকেট খেলা চলল বাম যুব কর্মীদের। যার জেরে যানজটের পরিস্থিতি তৈরি হয় সেখানে। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। তাতে কাজ না হলে পুলিশ বাহিনী মোতায়েন হয় সেখানে। অন্যদিকে দাসনগর শানপুর মোড়ে চলছে লুডো খেলা। রাস্তা আটকিয়েই সেখানে লুডো খেলতে দেখা গেল।