জনবহুল রাস্তায় চলন্ত পাটের ট্রাকে আগুন। আতঙ্কে পুকুরে ঝাঁপ চালক-খালাসির। বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার চৌরাস্তার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
জনবহুল রাস্তায় পাটের ট্রাকে আগুন। পুকুরে ঝাঁপ চালক খালাসীর। বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার চৌরাস্তার ঘটনা। মঙ্গলবার রাত আটটা নাগাদ একটি পাট বোঝাই ট্রাকে হঠাৎ আগুন লেগে যায়। সেই অবস্থায় চলন্ত ট্রাক প্রায় হাফ কিলোমিটার সোজা বাদুড়িয়া দিলীপ হাই স্কুল মাঠে গিয়ে গাড়ি দার করিয়ে দেয় চালক। গাড়ির ভেতর থেকে চালক খালাসি পাশের পুকুরে ঝাঁপ দিয়ে কোন রকম ভাবে প্রাণে বেঁচে যান। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে জল দিয়ে পাট বোঝাই ট্রাকটির আগুন নেভানোর চেষ্টা শুরু করে। স্থানীয় বাসিন্দারা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। প্রচুর পাট আগুনে পুড়ে ছাই হয়ে যায়, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন দিয়ে এক ঘণ্টা সেই আগুন নেভানোর চেষ্টা করে। এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। পাট বোঝাই গাড়িটির কলকাতায় যাওয়ার কথা ছিল তার আগেই ঘটে এই ঘটনা।