উচ্চ শিক্ষা, তথ্য প্রযুক্তির মতো অনেক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। এবার তাঁকে বন দফতরের ভার দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে প্রথমবার আলিপুর চিড়িয়াখানায় গেলেন ব্রাত্য বসু। বৃহস্পতিবার সকালে সস্ত্রীক চিড়িয়াখানায় গিয়ে নতুন আসা চারটি অ্যানাকোন্ডা ছানাও দেখেন ব্রাত্য। গোটা চিড়িয়াখানা ঘুরে দেখার সময় প্রাণীদের নিয়ে তাঁর উৎসাহ এবং কৌতুহলও ছিল চোখে পড়ার মতো। বাঘ বা সিংহরা দিনে কতটা মাংস খায়, জিরাফরাই বা কতবার খাবার খায়, এসবই খুঁটিয়ে জেনে নেন মন্ত্রী। কথা বলেন কর্মীদের সঙ্গেও।
পরে বনমন্ত্রী জানান, খুব শিগগিরই সিঙ্গাপুর চিড়িয়াখানার সঙ্গে আলিপুর চিড়িয়াখানার একটি মোউ চুক্তি স্বাক্ষরিত হবে। তার পরে চিড়িয়াখানার মান আরও উন্নত হবে বলেই দাবি বনমন্ত্রীর। কিছু দিনের মধ্যেই আলিপুর চিড়িয়াখানায় বুনো কুকুর, ব্ল্যাক প্যান্থার, হায়না, নেকড়ে বাঘের মতো আরও কিছু নতুন জন্তু আনা হবে আলিপুরে।