খড়দহে ইসিএল কারখানায় গ্যাস লিক, মৃত ২ শ্রমিক। উত্তর ২৪ পরগনার খড়দহের ঘটনা। সেখানেই ইসিএল কারখানায় গ্যাস লিকের ঘটনাটি ঘটেছে। এ দিন গ্যাস কাটার সময় আচমকা লিক হয়ে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। সেই সময় ওই স্থানে কাজ করছিলেন পাঁচজন শ্রমিক। লিক হওয়া বিষাক্ত গ্যাসের কবলে পড়ে তারা শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন। কারখানা থেকে বের করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় স্বপ্নদ্বীপ ও রঞ্জিত সিং। গুরুতর অসুস্থ রোহিত মাহাতো ভর্তি হাসপাতালে। কারখানা পরিদর্শনে এসেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর।
খড়দহে ইসিএল কারখানায় গ্যাস লিক, মৃত ২ শ্রমিক। উত্তর ২৪ পরগনার খড়দহের ঘটনা। সেখানেই ইসিএল কারখানায় গ্যাস লিকের ঘটনাটি ঘটেছে। এ দিন গ্যাস কাটার সময় আচমকা লিক হয়ে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। সেই সময় ওই স্থানে কাজ করছিলেন পাঁচজন শ্রমিক। লিক হওয়া বিষাক্ত গ্যাসের কবলে পড়ে তারা শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন। কারখানা থেকে বের করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় স্বপ্নদ্বীপ ও রঞ্জিত সিং। গুরুতর অসুস্থ রোহিত মাহাতো ভর্তি হাসপাতালে। কারখানা পরিদর্শনে এসেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর।