কলকাতায় ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ে মমতার দিকে আঙুল তুললেন তিনি। রাজ্যে গণতান্ত্রিক সরকার নেই, অভিযোগ রাজ্যপালের। রাজ্য সরকারের কাজে কোনও স্বচ্ছতা নেই বলেও দাবি করলেন তিনি। করোনা চিকিৎসার উপকরণ কেনার নামে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আনলেন তিনি। এই নিয়ে তিনি রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। দুর্নীতিতে অভিযুক্তদের দিয়েই তদন্ত হচ্ছে, অভিযোগ রাজ্যপালের। আর এই নিয়ে তিনি আপত্তিও জানিয়েছেন বলে মন্তব্য রাজ্যপালের।