ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। দেগঙ্গা বেড়াচাঁপা ১ নং পঞ্চায়েত নন্দীপাড়ায় একটি চাষের জমিতে এক মহিলার বিবস্ত্র মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহের পাশে গ্লাস, প্লেট গুটকার প্যাকেট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। দেগঙ্গা বেড়াচাঁপা ১ নং পঞ্চায়েত নন্দীপাড়ায় একটি চাষের জমিতে এক মহিলার বিবস্ত্র মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহের পাশে গ্লাস, প্লেট গুটকার প্যাকেট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে কিছু মিশিয়ে বেঁহুশ করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে দেয়। পুলিশ সূত্রে খবর, তাঁকে শারীরিক অত্যাচার করে মারা হয়েছে। এখনও পর্যন্ত মহিলার কোন পরিচয় জানা না গেলেও ওই মহিলার ডান হাতে একটি উল্কি লেখা রয়েছে। সেই সূত্র ধরেই দেগঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় রাজ্য সরকারকেই দুষছেন বিজেপির কর্মীরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর দুয়ারে মদ প্রকল্পের কারণেই এমনটা হচ্ছে। রাজ্যে মানুষ একেবারেই সুরক্ষিত নয়, দাবি বারাসাতের বিজেপির সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ-এর। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।