প্রবল বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া, এতে উত্তাল হয়ে পরে রুপনারায়ন নদী, ১৮ জন মৎস্যজীবী সহ তিনটি নৌকা উল্টে যায়
নিম্নচাপের কারনে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া | বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বাড়লে উত্তাল হয়ে পরে রুপনারায়ন নদী | উত্তাল রুপনারায়ন নদীতে মাছ ধরা তিনটি নৌকা উল্টে যায় | তিনটি নৌকাতে মোট ১৮ জন মৎস্যজীবী ছিল | প্রত্যেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, সকলেই ভালো আছে।