জলপাইগুড়ি শহর থেকে ১২ কিলোমিটার দূরে বৈকুন্ঠপুর বন বিভাগের জঙ্গল থেকে আজ সকালে প্রায় ১৫ টি বুনো হাতির দল বোদাগঞ্জ বাজারে বেরিয়ে আসে। ক্ষিপ্র হাতির পালকে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রায় ২০ মিনিট ধরে কখনও বোদাগঞ্জ বাজার,কখনও বা বোদাগঞ্জের গ্রামের গৃহস্থ বাড়ির জমিতে তুলে রাখা ধান খেয়ে নেয়। হাতির পালটিতে বেশ কয়েকটি শাবকও ছিল। কয়েকটি বাড়ির খড়ের দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। বেলাকোবা ফরেস্ট রেঞ্জ থেকে বনকর্মীরা আসার আগেই এলাকাবাসীর চিৎকারে হাতির পাল বোদাগঞ্জের জঙ্গলে ঢুকে পড়ে। কোনও জখম বা প্রাণহানির ঘটনা ঘটেনি।