কখনও বিক্ষোভ, তো কখনও আবার 'গ্লো ব্যাক' স্লোগান, উপনির্বাচনের দিনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল নদিয়ার করিমপুর। পিপুলখোলায় আক্রান্ত হন তিনি। কিল-চড়-ঘুসি বাদ যায়নি কিছুই। শেষপর্যন্ত লাঠি মেরে বিজেপি প্রার্থীকে ফেলে দেওয়া হয় রাস্তার পাশে ঝোপে। বৃহস্পতিবার করিমপুরে উপনির্বাচনের ফল ঘোষণা। ফল ঘোষণার আগের দিন রাতে কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। সর্বক্ষণ পাহারা দিচ্ছেন আধাসেনারা।