বাধভাঙা আনন্দে অন্যরকম এক বসন্ত উৎসবে মাতলেন গৃহবধূদের

হাতে আর মাত্র দুটো দিন, তারপরেই বসন্ত উৎসব। বাঁধনছাড়া আনন্দে বসন্ত উৎসব পালন গৃহবধূদের। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরে। অনুষ্ঠানে ছিল শুধু মহিলারাই, ছিল না কোনও পুরুষ। 'আনন্দ কি শুধু পুরুষদের জন্যই' এই প্রশ্ন সামনে রেখেই অনুষ্ঠান।

'Why should men have all the fun' এই প্রশ্নকে সামনে রেখে শুধুমাত্র মহিলারাই বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরে। তাঁদের কথায় ছেলেদের কোথাও কোনও আনন্দ উৎসব করতে কোনও বাধা থাকেনা। কিন্তু রমনীরা সংসারের বাঁধনে পরিবারের কথা মাথায় রেখে অনেক বিধিনিষেধের মধ্যে আটকে পড়তে হয়। তাই আগামী বসন্ত উৎসবের আগেই রঙের উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের রমনীরা। রায়গঞ্জ মিউনিসিপ্যাল পার্কে আয়োজিত বসন্ত উৎসবে বাঁধনছাড়া আনন্দে মেতে উঠলেন নাট্যকার থেকে শিক্ষিকা বা নেহাতই গৃহবধূরা। বসন্ত এসে গেছে। প্রকৃতি সেজে উঠেছে তার রূপে রসে আর গন্ধে। আর প্রকৃতির সাজের সাথে সাথে নারীদের মনেও লেগেছে বসন্তের ছোঁয়া। বহু প্রতিকূলতার মধ্য থেকে আনন্দকে ধরে রাখার জন্য এটি একটি অনন্য প্রয়াস বলে জানালেন প্রাক্ বসন্ত উৎসবে মেতে ওটা রমনীরা। এই সমাজে প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নানান চাপ,  বাধা বিপত্তি।  কিন্তু দেখা যায় এরইমধ্যে পুরুষেরা তাঁদের নিজেদের আনন্দটুকু অনায়াসেই উপভোগ করে নেয় অথচ রমনীরা তা পারেনা। তারাও তো সংসারের বা নিজের কর্মস্থলের চাপে পিষ্ট হয়ে থাকেন। তাই নিজেরাই নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে প্রাক্ বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের নারীরা।
 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা