গত কেয়কদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের মোদিনীপুর সদর ব্লক এলাকায় হাচির পাল তাণ্ডব করে চলেছিল। হাচির হামলায় নষ্ট হয় বহু ফসল, এছাড়াও হাতির পাল তাণ্ডপব চালিয়ে ভেঙে ফেল বেশকিছু বাড়িঘর। এই হামলায় জখম হন ৩ জন গ্রামবাসী। শেষপর্যন্ত অবশ্য ক্ষতিগ্রস্ত ও বীতশ্রদ্ধ গ্রামবাসীরা হাতির পালকে তাড়াতে সক্ষম হন। বিশাল হুলা পার্টি ও গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় ৫০টি হাতিকে গুড়গুড়িপাল এলাকা থেকে কংসাবতী নদী পার করিয়ে দেওয়া হয়।
গত কেয়কদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের মোদিনীপুর সদর ব্লক এলাকায় হাচির পাল তাণ্ডব করে চলেছিল। হাচির হামলায় নষ্ট হয় বহু ফসল, এছাড়াও হাতির পাল তাণ্ডপব চালিয়ে ভেঙে ফেল বেশকিছু বাড়িঘর। এই হামলায় জখম হন ৩ জন গ্রামবাসী। শেষপর্যন্ত অবশ্য ক্ষতিগ্রস্ত ও বীতশ্রদ্ধ গ্রামবাসীরা হাতির পালকে তাড়াতে সক্ষম হন। বিশাল হুলা পার্টি ও গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় ৫০টি হাতিকে গুড়গুড়িপাল এলাকা থেকে কংসাবতী নদী পার করিয়ে দেওয়া হয়।