বিদ্যুতের বিল দেওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে বচসা। এরপরেই বাবাকে গলা টিপে খুন করল ছেলে, অভিযোগ আত্মীয়দের। মালদার কালিয়াচক থানার ইমাম জাইগির গ্রামের ঘটনা। ৩২০০ টাকা বিদ্যুতের বিল দেওয়া নিয়ে বিবাদ বাবা ও ছেলের। বাবা বিলের টাকা না দেওয়ায় খুন করল ছেলে। মৃতের নাম মুজাহর শেখ, বয়স ৬২ বছর। খুন করার পরেই পালিয়ে যায় পুত্র সেন্টু শেখ। খবর পেয়েই ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
বিদ্যুতের বিল দেওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে বচসা। এরপরেই বাবাকে গলা টিপে খুন করল ছেলে, অভিযোগ আত্মীয়দের। মালদার কালিয়াচক থানার ইমাম জাইগির গ্রামের ঘটনা। ৩২০০ টাকা বিদ্যুতের বিল দেওয়া নিয়ে বিবাদ বাবা ও ছেলের। বাবা বিলের টাকা না দেওয়ায় খুন করল ছেলে। মৃতের নাম মুজাহর শেখ, বয়স ৬২ বছর। খুন করার পরেই পালিয়ে যায় পুত্র সেন্টু শেখ। খবর পেয়েই ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।