এত্তোবড়! কোনটার ওজন ১ কেজি, তো কোনটার ওজন ৩ কেজি। পেল্লাই সাইজের জিলিপি দেখলেই চোখে কপাল উঠবে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আপনি যেতে হবে বাঁকুড়ায়। জেলার প্রাচীন জনপদ কেঞ্জাকুড়া গ্রামে তৈরি হয় এই জিলিপি। তবে সারাবছর অবশ্য পাওয়া যায় না। বাংলার ভাদ্র মাস শেষ দিকে মাত্র তিন-চার দিনই মেলে এমনই জিলিপি। মিষ্টির দোকানে ভিড় জমে যায় ক্রেতাদের।