এক ব্যক্তির একাউন্ট থেকে ২ লক্ষ টাকা উধাও , অভিযোগ করা হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায় , পুলিশ তদন্ত করে অভিযুক্ত ওয়াসিম আনসারীকে গ্রেফতার করে |
কিছুদিন আগে এক ব্যক্তি প্রতারনার শিকার হয় | তার ব্যাংক একাউন্ট থেকে ২ লক্ষ টাকা উধাও হয়ে গেছে | ব্যক্তিটি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় | এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করে | সেই তদন্ত শুরু করে পুলিশের নজরে আসে জামতারা গ্যাং | পুলিশ তদন্ত করে জামতারা গ্যাং-এর ওয়াসিম আনসারীকে গ্রেফতার করে | তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডার খোঁজে পুলিশ |