রবিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কংগ্রেস কাউন্সিলরের। কাউন্সিলরের মৃত্যুর ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। ক্ষমতার নেশায় খুন, বললেন ঝালদার বিজেপি সভাপতি। কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। আসল অপরাধীদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
রবিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কংগ্রেস কাউন্সিলরের। কাউন্সিলরের মৃত্যুর ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। ক্ষমতার নেশায় খুন, বললেন ঝালদার বিজেপি সভাপতি। কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। আসল অপরাধীদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে পুলিশ জড়িত, জানালেন নেপাল মাহাতো। পুলিশ হুমকি দিয়েছে বলে দাবি নেপাল মাহাতো-র। সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। পুলিশ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল সভাপতি। দোষিদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। বোর্ড গঠনের জন্য খুন, এই দাবি ওড়ালেন তৃণমূল সভাপতি। কাউন্সিলর খুনের প্রতিবাদে ১২ ঘন্টার পুরুলিয়া বনধ। মঙ্গলবার সকাল থেকেই সেখানে বনধ-এর ছবি ধরা পড়ল। বনধ-এর জেরে সকাল থেকেই বন্ধ সেখানকার সমস্ত দোকান-বাজার। বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচলও। সরকারি বাস চলাচল অবশ্য স্বাভাবিকই রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের অবশ্য ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষাদের যাতে কোনও অসুবিধা না হয় তার ব্যবস্থা রয়েছে।