তপন কান্দুর ভাইপোর সঙ্গে ঝালদা থানার আইসি-র কথোপকথন এখন ভাইরাল। মিঠুন কান্দুর সঙ্গে ঝালদা থানার আইসি-র কথোপকথনের অডিও ফাঁস। অডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। অডিওটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা।
তপন কান্দুর (Tapan Kandu) ভাইপোর সঙ্গে ঝালদা থানার (Jhalda police station) আইসি-র কথোপকথন এখন ভাইরাল। মিঠুন কান্দুর (Mithun Kandu) সঙ্গে ঝালদা থানার আইসি-র কথোপকথনের অডিও ফাঁস। অডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral audio)। অডিওটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা। অডিও নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মিঠুন। মিঠুন জানালেন থানার আইসি তাঁকে বারবার ফোন করত। তাঁকে থানায় ডেকেও পাঠানো হয় বলে তাঁর অভিযোগ। থানার নিয়ে গিয়ে তাঁকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। ভাইরাল অডিওটিতে আগেই শোনা গিয়েছে কীভাবে মিঠুনকে ফোন করে তাঁর কাকাকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে। সেখানে শোনা গিয়েছে কাকার সঙ্গে মিঠুনের কথা হয়েছে কি না তা প্রশ্ন করছেন আইসি। বারংবার ফোন করে তাঁকে একই প্রশ্ন করা হয়েছে। আর এই অডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এই অডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি এশিয়ানেট। তবে মিঠুনের দাবি এই অডিওটি তাঁর এবং থানার আইসি-র।