By Election 2021: ভোটের আগে শেষ দিনের প্রচার সারলেন জয় সাহা

৩০ অক্টোবর ভোট রয়েছে খড়দহে। খড়দহ সহ সেদিন মোট চারটি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। এদিন ভোট রয়েছে দিনহাটা, খড়দা, গোসাবা এবং শান্তিপুরে। ভোটের আগে সেখানে শেষ দিনের প্রচার সারলেন জয় সাহা। খড়দহে জয় সাহার বিপরীতে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টপাধ্যায়। এই খড়দহের ভোটের দিকে তাকিয়ে রয়েছে এখন সকলেই। ভবানীপুরে নির্বাচনে জয়ী হয়েও ভবানীপুর ছেড়ে খড়দহে দাঁড়িয়েছেন। সেই কারণেই এই উপনির্বাচন তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রথম থেকে প্রচার চালাচ্ছেন। বুধবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে শেষ মুহূর্তের প্রচার সারলেন তিনি। প্রসঙ্গত, জয় সাহার প্রচার নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। জয় সাহা তৃণমূলের প্রয়াত জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহার বাড়িতে যান। সেই নিয়েই থানার জয় সাহার বিরুদ্ধে অভিযোগ জানান কাজল সিনহার স্ত্রী। সেই জয় সাহাই খড়দহের মানুষের বাড়ি বাড়ি ঘুরে শেষ মুহূর্তের প্রচার সারলেন। 

৩০ অক্টোবর ভোট রয়েছে খড়দহে। খড়দহ সহ সেদিন মোট চারটি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। এদিন ভোট রয়েছে দিনহাটা, খড়দা, গোসাবা এবং শান্তিপুরে। ভোটের আগে সেখানে শেষ দিনের প্রচার সারলেন জয় সাহা। খড়দহে জয় সাহার বিপরীতে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টপাধ্যায়। এই খড়দহের ভোটের দিকে তাকিয়ে রয়েছে এখন সকলেই। ভবানীপুরে নির্বাচনে জয়ী হয়েও ভবানীপুর ছেড়ে খড়দহে দাঁড়িয়েছেন। সেই কারণেই এই উপনির্বাচন তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রথম থেকে প্রচার চালাচ্ছেন। বুধবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে শেষ মুহূর্তের প্রচার সারলেন তিনি। প্রসঙ্গত, জয় সাহার প্রচার নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। জয় সাহা তৃণমূলের প্রয়াত জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহার বাড়িতে যান। সেই নিয়েই থানার জয় সাহার বিরুদ্ধে অভিযোগ জানান কাজল সিনহার স্ত্রী। সেই জয় সাহাই খড়দহের মানুষের বাড়ি বাড়ি ঘুরে শেষ মুহূর্তের প্রচার সারলেন। 

08:20Suvendu Adhikari On Ram Navami: ‘রামনবমীতে এত জ্বালা কেন? অন্য ধর্মে তো কোনও বাধা নেই!’ ক্ষোভে ফুঁসলেন শুভেন্দু অধিকারী!06:47Suvendu Adhikari : যোগ্যদের সঙ্গে বৈঠক শুভেন্দুর! মমতার বিদায় শুধু সময়ের অপেক্ষা! দেখুন07:08Nabanna Abhijan : নবান্ন অভিযানের হুঁশিয়ারি ২১ এপ্রিল, এবার আন্দোলনের পথে চাকরিহারা প্রার্থীরা03:52SSC Scam News: স্কুলে নেই প্রধান শিক্ষক! ইউনিট টেস্টে দিশেহারা ছাত্রছাত্রীরা! শিক্ষা দুর্নীতির রেশ এবার মুর্শিদাবাদে04:45Suvendu Adhikari: কীভাবে সংঘটিত হয়েছিল SSC দুর্নীতি? সব খোলসা করলেন শুভেন্দু অধিকারী03:19মালদার যোগ্য চাকরি হারাদের জন্য বিশেষ পোর্টাল বিজেপি বিধায়িকের, দেখুন কী বলছেন শ্রীরূপা মিত্র চৌধুরী04:39SSC Job Scam : শিক্ষক নেই, চলছে পরীক্ষা! করুণ চিত্র বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাইস্কুলে05:38'ভাইপোকে বাঁচানোর জন্যই যোগ্যদের বলি দিলেন' বোমা ফাটালেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhiakri SSC Scam03:41কারা নেবে এখন ক্লাস? ৮ জন 'যোগ্য' শিক্ষকের চাকরি চলে গেছে, চাঞ্চল্য! | SSC Job Cancellation News04:21Sukanta Majumdar On Ram Navami: ‘মহরমে অস্ত্র থাকলে ঠিক আর রাম নবমীতে অস্ত্র থাকলেই ভুল!’ বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Read more