Kali Puja 2021- মা কালীর সঙ্গে এই মন্দিরে পূজিত হন বাবা সত্যপীর

কোনও ধর্মীয় ভেদাভেদ নেই পুরুলিয়ার (Purulia) হিড়বহাল গ্রামে। কালী মন্দিরের (Kali temple) এক দিকে মা কালী অন্যদিকে পীরের মাজার। কালী পুজোর পাশাপাশি এখানে পূজিত হন পীর বাবাও। পাঁচশো বছর ধরে চলে আসছে এখানে এমনটাই। পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম এই হিড়বহাল গ্রামে। সেখানে মন্দিরের গায়ে লেখা মা ভদ্রকালী ও বাবা সত্যপীরের মন্দির। এখানে তবে মা কালী বা পীরবাবা কারও কোন বিগ্রহ নেই। মা কালী এখানে শিলায় পূজিত হন। মা কালীর পাশেই এখানে। রয়েছে সবুজ চাদরে ঢাকা পীরের মাজার। এখানকার পুজো নিয়ে রয়েছে এক কাহিনি। এক মুণি স্বপ্নাদেশ পেয়ে ভদ্র কালীর পুজো শুরু করেন। কতদিন পর স্বপ্নাদেশ পেয়ে পীরবাবারও পুজো করেন তিনি। পীরবাবার স্বপ্নাদেশেই পুজো কীভাবে হবে তা জানতে পারেন তিনি। এর পর থেকেই আজও চলে আসছে এই পুজো। বংশ পরম্পরায় বাউরি সম্প্রদায়ের মানুষরাই এই পুজো চালিয়ে যাচ্ছেন।

কোনও ধর্মীয় ভেদাভেদ নেই পুরুলিয়ার (Purulia) হিড়বহাল গ্রামে। কালী মন্দিরের (Kali temple) এক দিকে মা কালী অন্যদিকে পীরের মাজার। কালী পুজোর পাশাপাশি এখানে পূজিত হন পীর বাবাও। পাঁচশো বছর ধরে চলে আসছে এখানে এমনটাই। পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম এই হিড়বহাল গ্রামে। সেখানে মন্দিরের গায়ে লেখা মা ভদ্রকালী ও বাবা সত্যপীরের মন্দির। এখানে তবে মা কালী বা পীরবাবা কারও কোন বিগ্রহ নেই। মা কালী এখানে শিলায় পূজিত হন। মা কালীর পাশেই এখানে। রয়েছে সবুজ চাদরে ঢাকা পীরের মাজার। এখানকার পুজো নিয়ে রয়েছে এক কাহিনি। এক মুণি স্বপ্নাদেশ পেয়ে ভদ্র কালীর পুজো শুরু করেন। কতদিন পর স্বপ্নাদেশ পেয়ে পীরবাবারও পুজো করেন তিনি। পীরবাবার স্বপ্নাদেশেই পুজো কীভাবে হবে তা জানতে পারেন তিনি। এর পর থেকেই আজও চলে আসছে এই পুজো। বংশ পরম্পরায় বাউরি সম্প্রদায়ের মানুষরাই এই পুজো চালিয়ে যাচ্ছেন।

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা