আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। জেলায় জেলায় চলছে কালী পুজো (Kali Puja)। শুধু ক্লাব বা মন্দির নয় অনেকের বাড়িতেও হয় এই পুজো। আলোর উৎসবে আলোয় ঝলমল করছে চারপাশ। দক্ষিণেশ্বর থেকে শুরু করে কালীঘাট, তারাপীঠে ভক্তদের ভিড় দেখাযায় প্রতিবছর। এবছর করোনা বিধি মেনেই সর্বত্র পুজো হচ্ছে। প্রতিবছর কালী পুজোয় ভক্ত সমাগম দেখা যায় দক্ষিণেশ্বরে। এবছরও তার অন্যথা হল না। কালী পুজোর বিশেষ মা ভবতারিণী দর্শন করতে দক্ষিণেশ্বরে (Dakshineswar temple) ভক্তদের ভিড় সকাল থেকেই। কালীপুজোর সকাল থেকেই সেখানে দর্শনার্থীদের ভিড়। করোনা বিধি মেনেই সেখানে এবার চলেছে পুজো। করোনার (Coronavirus) কথা মেনে দূরত্ববিধিও মানা হচ্ছে। কালীপুজোয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দক্ষিণেশ্বর মন্দির চত্বর। তবে শুধু দক্ষিণেশ্বর মন্দিরই মা কালীর পুজো দিতে সমস্ত কালী মন্দিরেই ভক্তদের ভিড় দেখা গিয়েছে সকাল থেকে।
আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। জেলায় জেলায় চলছে কালী পুজো (Kali Puja)। শুধু ক্লাব বা মন্দির নয় অনেকের বাড়িতেও হয় এই পুজো। আলোর উৎসবে আলোয় ঝলমল করছে চারপাশ। দক্ষিণেশ্বর থেকে শুরু করে কালীঘাট, তারাপীঠে ভক্তদের ভিড় দেখাযায় প্রতিবছর। এবছর করোনা বিধি মেনেই সর্বত্র পুজো হচ্ছে। প্রতিবছর কালী পুজোয় ভক্ত সমাগম দেখা যায় দক্ষিণেশ্বরে। এবছরও তার অন্যথা হল না। কালী পুজোর বিশেষ মা ভবতারিণী দর্শন করতে দক্ষিণেশ্বরে (Dakshineswar temple) ভক্তদের ভিড় সকাল থেকেই। কালীপুজোর সকাল থেকেই সেখানে দর্শনার্থীদের ভিড়। করোনা বিধি মেনেই সেখানে এবার চলেছে পুজো। করোনার (Coronavirus) কথা মেনে দূরত্ববিধিও মানা হচ্ছে। কালীপুজোয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দক্ষিণেশ্বর মন্দির চত্বর। তবে শুধু দক্ষিণেশ্বর মন্দিরই মা কালীর পুজো দিতে সমস্ত কালী মন্দিরেই ভক্তদের ভিড় দেখা গিয়েছে সকাল থেকে।