আলোর উৎসবে সেজে উঠেছে চারপাশ। দীপাবলির (Diwali) উৎসবে মেতেছে গোটা দেশ। বঙ্গেও জেলায় জেলায় কালী পুজো হচ্ছে। কালীপুজোয় (Kali Puja) সেজে উঠেছে বীরহাটার বড়মা কালী মন্দির। অসাধারণ আলোক সজ্জায় সেজে উঠেছে মন্দির। সেখানেই দেখা গেল দর্শনার্থীদের ভিড়। পুজো দিতে মানুষ ভিড় জমিয়েছেন দেখা গেল সেখানে। বীরহাটার এই কালী মা খুব জাগ্রত বলেই বিশ্বস সকলের। অনেকে সেখানে মানতও করেন বলে শোনা যায়। এক জাগ্রত দেবী বীরহাটার বড়মা কালী। আগে সেখানে পশুবলি প্রথাও ছিল। এখানে মায়ের বিশাল আকৃতি। প্রতি বছর প্রচুর ভক্তরা এখানে ভিড় জমান। এবারও সেখানে দেখা গেল একই ছবি। তবে শুধু এখানেই নয়। জেলায় জেলায় কালী পুজোয় মেতেছেন মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে দেখা গিয়েছে মানুষের ভিড়। কালীপুজোর এই বিশেষ দিনে প্রতি মা কালীর আশির্বাদ পেতে ভক্তরা মন্দিরে মন্দিরে ভিড় জমায়। এবার তবে করোনা আবহে করোনা বিধি মেনেই পুজো হচ্ছে সর্বত্র।
আলোর উৎসবে সেজে উঠেছে চারপাশ। দীপাবলির (Diwali) উৎসবে মেতেছে গোটা দেশ। বঙ্গেও জেলায় জেলায় কালী পুজো হচ্ছে। কালীপুজোয় (Kali Puja) সেজে উঠেছে বীরহাটার বড়মা কালী মন্দির। অসাধারণ আলোক সজ্জায় সেজে উঠেছে মন্দির। সেখানেই দেখা গেল দর্শনার্থীদের ভিড়। পুজো দিতে মানুষ ভিড় জমিয়েছেন দেখা গেল সেখানে। বীরহাটার এই কালী মা খুব জাগ্রত বলেই বিশ্বস সকলের। অনেকে সেখানে মানতও করেন বলে শোনা যায়। এক জাগ্রত দেবী বীরহাটার বড়মা কালী। আগে সেখানে পশুবলি প্রথাও ছিল। এখানে মায়ের বিশাল আকৃতি। প্রতি বছর প্রচুর ভক্তরা এখানে ভিড় জমান। এবারও সেখানে দেখা গেল একই ছবি। তবে শুধু এখানেই নয়। জেলায় জেলায় কালী পুজোয় মেতেছেন মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে দেখা গিয়েছে মানুষের ভিড়। কালীপুজোর এই বিশেষ দিনে প্রতি মা কালীর আশির্বাদ পেতে ভক্তরা মন্দিরে মন্দিরে ভিড় জমায়। এবার তবে করোনা আবহে করোনা বিধি মেনেই পুজো হচ্ছে সর্বত্র।