Kali Puja 2021- কালীপুজোর পরের দিন সকালে হয় বালুরঘাটের ঘটকালীর পুজো

আনুমানিক ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পুজো আজও নিষ্ঠার সাথে পালন করে আসছেন বালুরঘাট (Balurghat) ব্লকের ডাঙ্গা গ্রামপঞ্চায়েতের মাহিনগর ঘাটকালী (Ghatkali) সেবা সমিতি। সব জায়গায় বৃহস্পতিবার রাতেই কালী মায়ের পুজো হলেও এখানকার ঘাটকালীর পুজো শুক্রবার সকাল থেকে শুরু হয়। এখানে মনে করা হয় মায়েরা সাত বোন। ছয় বোনের পুজোর শেষে ঘটকালীর পুজো হয়। রাতেই ঘাটকালীর অন্যান্য আরও ছয়বোনের সঙ্গে পাশেই আত্রেয়ী নদীতে বিসর্জন দেওয়া হয়। এই পুজাকে কেন্দ্র করে মাহিনগর এলাকার বাসিন্দাদের মধ্যে প্রতিবারই উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ওই এলাকার স্কুল মোড়ে রয়েছে বামাকালী, সেন্ট পিটার্স এলাকায় সুরকালী, মাহিনগর এলাকায় চন্ডী কালী, নদীর পাড়ে নির্দয়া কালী, মিশন এলাকায় বুড়াকালী, সন্ন্যাস কালী এবং ঘাট কালী। তবে বর্তমানে সন্ন্যাস কালী মায়ের পুজো আর হয়না। বাকি সবার পুজো আজও হচ্ছে। কথিত আছে, জমিদার বাড়ির একজন পুরোহিত বাকি ছয় জায়গায় পুজো করে ছোট বোন ঘাটকালীর পুজোয় বসতে ভোর হয়ে যেত। সেই থেকেই আজও দিনের বেলাতেই পুজো হয় এখানে।

আনুমানিক ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পুজো আজও নিষ্ঠার সাথে পালন করে আসছেন বালুরঘাট (Balurghat) ব্লকের ডাঙ্গা গ্রামপঞ্চায়েতের মাহিনগর ঘাটকালী (Ghatkali) সেবা সমিতি। সব জায়গায় বৃহস্পতিবার রাতেই কালী মায়ের পুজো হলেও এখানকার ঘাটকালীর পুজো শুক্রবার সকাল থেকে শুরু হয়। এখানে মনে করা হয় মায়েরা সাত বোন। ছয় বোনের পুজোর শেষে ঘটকালীর পুজো হয়। রাতেই ঘাটকালীর অন্যান্য আরও ছয়বোনের সঙ্গে পাশেই আত্রেয়ী নদীতে বিসর্জন দেওয়া হয়। এই পুজাকে কেন্দ্র করে মাহিনগর এলাকার বাসিন্দাদের মধ্যে প্রতিবারই উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ওই এলাকার স্কুল মোড়ে রয়েছে বামাকালী, সেন্ট পিটার্স এলাকায় সুরকালী, মাহিনগর এলাকায় চন্ডী কালী, নদীর পাড়ে নির্দয়া কালী, মিশন এলাকায় বুড়াকালী, সন্ন্যাস কালী এবং ঘাট কালী। তবে বর্তমানে সন্ন্যাস কালী মায়ের পুজো আর হয়না। বাকি সবার পুজো আজও হচ্ছে। কথিত আছে, জমিদার বাড়ির একজন পুরোহিত বাকি ছয় জায়গায় পুজো করে ছোট বোন ঘাটকালীর পুজোয় বসতে ভোর হয়ে যেত। সেই থেকেই আজও দিনের বেলাতেই পুজো হয় এখানে।

03:16মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন04:28Canning News : সত্যিই একটা জিনিস বটে! সোনার গহনা চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরপাড়ে! গ্রেপ্তার তরুণী পরিচারিকা05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন