SSC Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে সরাসরি ভূমিকা ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়-এর, তোলা হল বিশেষ আদালতে

পার্থ চট্টোপাধ্য়ায় ও কল্যাণময় গাঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা রয়েছে সিবিআইয়ের। আর সেই জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এবার  নিজেদের হেফাজতে নেওয়ার চিন্তাভাবনা করছে সিবিআই। তেমনই জানিয়েছে একটি সূত্র। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পেশ করা হয়েছে আলিপুরের বিশেষ আদালতে। অন্যদিকে আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির থেকে পার্থকে নিজেদের হেফাজতেও নেওয়ার পরিকল্পনা করছে সিবিআই। 

২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়য়। ২০১৬ সাল পর্যন্ত সেই পদেই ছিলেন তিনি। সেই বছরই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপকি করা হয়। চলতি বছর জুন মাসে মেয়াদ শেষ হয় তাঁর। পার্থ তৈরি করা উপদেষ্টা কমিটির মাথাতেও ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। আর সেই সবই খতিয়ে দেখতে চায় সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের সেই সময়  শিক্ষামন্ত্রী ছিলেন। এই বিষয়ে কে কতটা সত্যি কথা বলছে তা জানার জন্য এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। 

03:16কেক কেটে ছাগলের জন্মদিন পালন, আমন্ত্রিত লোকসংখ্যা ১৫০, কোথায় ঘটল এই ঘটনা?03:20পাসপোর্ট চক্রে গ্রেফতার লালবাজারের প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি অশোকনগরে03:14'ওর আগে ক্ষমা চাইতে হবে, তারপর গান' বামেদের অনুষ্ঠানে বাংলাদেশের গায়িকা নিয়ে চরম বার্তা শুভেন্দুর03:25‘তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ মমতাকে সরাসরি তোপ অধীরের03:57অবাক করা কাণ্ড! বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে