পার্থ চট্টোপাধ্য়ায় ও কল্যাণময় গাঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা রয়েছে সিবিআইয়ের। আর সেই জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নেওয়ার চিন্তাভাবনা করছে সিবিআই। তেমনই জানিয়েছে একটি সূত্র। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পেশ করা হয়েছে আলিপুরের বিশেষ আদালতে। অন্যদিকে আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির থেকে পার্থকে নিজেদের হেফাজতেও নেওয়ার পরিকল্পনা করছে সিবিআই।
২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়য়। ২০১৬ সাল পর্যন্ত সেই পদেই ছিলেন তিনি। সেই বছরই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপকি করা হয়। চলতি বছর জুন মাসে মেয়াদ শেষ হয় তাঁর। পার্থ তৈরি করা উপদেষ্টা কমিটির মাথাতেও ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। আর সেই সবই খতিয়ে দেখতে চায় সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন। এই বিষয়ে কে কতটা সত্যি কথা বলছে তা জানার জন্য এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই।