কড়া নিরাপত্তায় রেল শহর খড়গপুরে চলছে ভোটগ্রহণ। এ কেন্দ্রে বিধায়ক ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।। বর্তমানে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। তাই উপনির্বাচই হচ্ছে এখানে। হাই ভোল্টেজ এই কেন্দ্রে ভোট চলাকালীন দেখা গেল সৌভ্রাতৃত্বের এক অন্য ছবি। বাম-কংগ্রেসের জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে দেখা হতেই কোলাকুলি করতে এগিয়ে এলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
কড়া নিরাপত্তায় রেল শহর খড়গপুরে চলছে ভোটগ্রহণ। এ কেন্দ্রে বিধায়ক ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।। বর্তমানে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। তাই উপনির্বাচই হচ্ছে এখানে। হাই ভোল্টেজ এই কেন্দ্রে ভোট চলাকালীন দেখা গেল সৌভ্রাতৃত্বের এক অন্য ছবি। বাম-কংগ্রেসের জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে দেখা হতেই কোলাকুলি করতে এগিয়ে এলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। নিরপেক্ষ ভোট হলে তিনিউ জিতবেন বলে আশাবাদী কংগ্রেস প্রার্থী। অন্যদিকে খড়গপুরে এবার ঘাসফুল ফুটবলে বলে দাবি তৃণমূল প্রার্থীর।