করোনার আতঙ্ক! বাড়ির বাইরে যেন ওত পেতে বসে আছে বিপদ। আক্রান্ত হলে তো কথাই নেই। ঘরবন্দি জীবনে কম-বেশি অবসাদের শিকার সকলেই। মানসিক চাপ কাটাতে এবার নাচকে হাতিয়ার করলেন মহিলা চিকিৎসক। ডিউটির ফাঁকে পিপিই পরে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বাঁকুড়ার চাঁদমারি এলাকার বাসিন্দা সোনালী ধবল। মালদহ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত তিনি। করোনা আবহে প্রায় ছয়মাস বাড়ি যাওয়ার ফুরসৎ মেলেনি। হাসপাতালে দিনরাত রোগী দেখে যাচ্ছেন সোনালী। চিকিৎসায় সামান্য ভুল-চুক হলে আর রক্ষা নেই! রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। মানসিক চাপ কাটাতে রোগী দেখার ফাঁকে হাসপাতালের একটি ঘরে দেশাত্ববোধের গানের সঙ্গে পা মেলালেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি লাগল না। অভিনব এই উদ্য়োগকে সাধুবাদ জানিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারও।