একই পুকুর থেকে পর পর দু' দিনে উদ্ধার হল এক কিশোরী এবং বৃদ্ধার দেহ। সম্পর্কে তাঁরা ভাইঝি এবং পিসি। ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর থানার পদ্মপুকুরে। ওই এলাকার একটি বাড়িতে এক বৃদ্ধার সঙ্গে ভাড়া থাকত ওই কিশোরী। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, বিবাদের জেরে বাড়ির মালিকই তাঁদের খুন করে পুকুরে দেহ ফেলে দিয়েছে।
এর পরেই অভিযুক্ত বাড়ির মালিকের ছেলে দেবাশিস চট্টোপাধ্যায়কে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পরে ঠাকুরপুকুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। বাড়ির মালিকের পরিবারের বাকি সদস্যরা পলাতক। তবে মৃত দু' জনের পরিচয় এখনও জানা যায়নি।