নদীয়ার ভাগীরথী নদীতে মাছ ধরতে নেমে এক জেলের জালে ধরা পরল বিরল প্রজাতির রঙিন পাখনাওয়ালা কাতলা মাছ , এমন মাছ দেখতে ভিড় বেথুয়াডহরি মাছ বাজারে |
জেলের জালে বিরল প্রজাতির রঙিন পাখনাওয়ালা কাতলা মাছ | নদীয়ার ভাগীরথী নদীতে মাছ ধরতে নেমে এই মাছ ধরে দীপঙ্কর রাজবংশী নামে এক জেলে | দীপঙ্কর রাজবংশী জেলের পাশাপাশি একজন মাছ ব্যবসায়ী | সেই মাছটিকে ধরে বেথুয়াডহরি মাছ বাজারে আনে | রঙিন পাখনাওয়ালা কাতলা মাছ দেখতে ভিড় জমায় স্থানীয়রা | চড়া দামের প্রস্তাব পেলেও এই মাছ বিক্রি করতে চান না দীপঙ্কর | সে আবার মাছটিকে গঙ্গায় ছেড়ে দেবে বলে জানান