বাংলায় চলছে নারী নির্যাতন। তাই নিয়েই এবার মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়। জানালেন কন্যাশ্রী, রূপশ্রী -র পরেও চলছে নারী নির্যাতন। পুড়িয়ে মারা হচ্ছে বাংলার নারীদের। অত্যাচারিত হয়ে দিন কাটাচ্ছেন এখানকার মহিলারা। ধর্যণ ও খুন হচ্ছেন বাংলার মহিলারা। তবে এর কোনও রেকর্ডই দিতে পারেননি মুখ্যমন্ত্রী। নারী নির্যাতনে কলকাতা সপ্তম স্থানে রয়েছে। তার পরেও কি করে মুখ্যমন্ত্রী হাথরসের ঘটনা নিয়ে এত মন্তব্য করেন কি করে তা নিয়েও সেখানে প্রশ্ন তুলেছেন লকেট চট্টোপাধ্যায়।