৭ মার্চ থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক। করোনার জেরে এক বছর বন্ধ ছিল মাধ্যমিক পরীক্ষা। কোভিড বিধি মেনেই হবে এবার অফলাইন মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৬,৮৬৭ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে। ৪১৯৪ টি কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা হবে।
৭ মার্চ, সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক। করোনার জেরে এক বছর বন্ধ ছিল মাধ্যমিক পরীক্ষা। কোভিড বিধি মেনেই হবে এবার অফলাইন মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৬,৮৬৭ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে। ৪১৯৪ টি কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা হবে। এবছর পরীক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা অনেক বেশি। মোট পরীক্ষার্থীও এবার প্রায় ৫০ হাজার বেড়েছে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যে ২০২০ সালে মাধ্যমিক কনোও ভাবে হয়েছিল। তবে, ২০২১ সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষাই হয়নি। করোনা ভয়ে সেই সময় কাঁপছিল গোটা দেশ। গত বছর অন্য সব পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই পড়ুয়াদের মূল্যায়ণ করা হয়েছিল। ২০২২ সালের শুরুর দিকেও করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়ে গিয়েছিল, এবার যে পরীক্ষা হতে পারে তেমনটা অশাই ছিল। অবশেষে করোনা ভয় কাটিয়ে শুরু হতে চলেছে মাধ্যমিক।