এক বছর পর ফের শুরু হতে চলেছে মাধ্যমিক, জেনে নিন পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য

৭ মার্চ থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক। করোনার জেরে এক বছর বন্ধ ছিল মাধ্যমিক পরীক্ষা। কোভিড বিধি মেনেই হবে এবার অফলাইন মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৬,৮৬৭ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে। ৪১৯৪ টি কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা হবে।

৭ মার্চ, সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক। করোনার জেরে এক বছর বন্ধ ছিল মাধ্যমিক পরীক্ষা। কোভিড বিধি মেনেই হবে এবার অফলাইন মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৬,৮৬৭ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে। ৪১৯৪ টি কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা হবে। এবছর পরীক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা অনেক বেশি। মোট পরীক্ষার্থীও এবার প্রায় ৫০ হাজার বেড়েছে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যে ২০২০ সালে মাধ্যমিক কনোও ভাবে হয়েছিল। তবে, ২০২১ সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষাই হয়নি। করোনা ভয়ে সেই সময় কাঁপছিল গোটা দেশ। গত বছর অন্য সব পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই পড়ুয়াদের মূল্যায়ণ করা হয়েছিল। ২০২২ সালের শুরুর দিকেও করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়ে গিয়েছিল, এবার যে পরীক্ষা হতে পারে তেমনটা অশাই ছিল। অবশেষে করোনা ভয় কাটিয়ে শুরু হতে চলেছে মাধ্যমিক। 

02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার02:28নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!03:13Suvendu Adhikari : সেদিন আমি ওদের বুকের উপর দাঁড়িয়ে আরতি করে এসেছি': শুভেন্দু03:16মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন04:28Canning News : সত্যিই একটা জিনিস বটে! সোনার গহনা চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরপাড়ে! গ্রেপ্তার তরুণী পরিচারিকা05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু