বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী, মূর্তি ভাঙচুর কাণ্ডে নাম না করেই বিজেপি-কে আক্রমণ, দেখুন ভিডিও

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে মুখ্যমন্ত্রী
  • কলকাতার মূর্তি ভাঙচুরের ঘটনায় নাম না করেই বিজেপি-কে আক্রমণ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবার্ষিকী। সেই উপলক্ষেই পূর্ব ঘোষণা মতো এ দিন বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে লোকসভা নির্বাচনের শেষ দফার আগে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। যা নিয়ে চরমে ওঠে রাজনৈতিক চাপানউতোর। পরে সেই মূর্তি তৈরিও করে দিয়েছে রাজ্য সরকার। এ দিন বিদ্যাসাগরের জন্মস্থানে গিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপি-র নাম না নিয়েও মূর্তি ভাঙচুরের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'অকাল বোধনের মতো বিদ্যাসাগরের মতো মূর্তি স্থাপন করতে হল। একটা মাটির মূর্তি ভাঙলে তৈরি করা যায়। একটা সভ্যতা, যুগ, দর্শন, সাহিত্য, সংস্কৃতি ভেঙে দিয়ে সব শেষ করা যায় না। যাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাঁরা তো জানেই না তিনি কে!'

এ দিনের অনুষ্ঠান থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটি গবেষণা কেন্দ্র তৈরি করার জন্য শিক্ষা দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগামী ২৬ সেপ্টেম্বর রাজ্যে সমস্ত স্কুল, কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পর্যটন মানচিত্রে বীরসিংহ গ্রামকে আরও ভাল ভাবে তুলে ধরার জন্য মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই কারণে গ্রামের রাস্তাঘাট-সহ বিদ্যাসাগরের জন্মভিটের প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেন তিনি। 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা