ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবার্ষিকী। সেই উপলক্ষেই পূর্ব ঘোষণা মতো এ দিন বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে লোকসভা নির্বাচনের শেষ দফার আগে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। যা নিয়ে চরমে ওঠে রাজনৈতিক চাপানউতোর। পরে সেই মূর্তি তৈরিও করে দিয়েছে রাজ্য সরকার। এ দিন বিদ্যাসাগরের জন্মস্থানে গিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপি-র নাম না নিয়েও মূর্তি ভাঙচুরের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'অকাল বোধনের মতো বিদ্যাসাগরের মতো মূর্তি স্থাপন করতে হল। একটা মাটির মূর্তি ভাঙলে তৈরি করা যায়। একটা সভ্যতা, যুগ, দর্শন, সাহিত্য, সংস্কৃতি ভেঙে দিয়ে সব শেষ করা যায় না। যাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাঁরা তো জানেই না তিনি কে!'
এ দিনের অনুষ্ঠান থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটি গবেষণা কেন্দ্র তৈরি করার জন্য শিক্ষা দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগামী ২৬ সেপ্টেম্বর রাজ্যে সমস্ত স্কুল, কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পর্যটন মানচিত্রে বীরসিংহ গ্রামকে আরও ভাল ভাবে তুলে ধরার জন্য মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই কারণে গ্রামের রাস্তাঘাট-সহ বিদ্যাসাগরের জন্মভিটের প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেন তিনি।