'মমতাকে ভগবান পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য', লতা, সচিনের সঙ্গে তৃণমূল নেত্রীর তুলনা রাজ চক্রবর্তী'র। বনগাঁয় তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর মমতা-স্তুতি। মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপির তোপ। বনগাঁয় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রাজ চক্রবর্তী বলেন, 'লতা, সচিনকে যেমন নির্দিষ্ট কাজের জন্য পাঠানো হয়েছে। তেমনই মমতাকে ভগবান পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য।
মমতাই একমাত্র নেত্রী যিনি শুধুমাত্র মানুষের জন্য কাজ করেন। তাই চেষ্টা করেও তাঁকে কালিমালিপ্ত করা যায় না'। একই অনুষ্ঠানে পঞ্চায়েত ভোটে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের। 'গোটা তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত', বিশ্বজিৎ দাসের মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ বিজেপির মণ্ডল সভাপতির।